"সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করেনা - The Show Must Go On"
দুই বছর পার হয়ে গেলেও, শুরুর প্রথমের দিক এ পাওয়া টপ রেটেড স্ট্যাটাস টি একবার এর জন্যও ড্রপ করেনি এই দুটি বছর এ! আলহামদুলিল্লাহ 😊
যদিও এখন মার্কেটপ্লেস এ টাইম দেওয়া হয় না তবুও দেখা যাই পুরুনো ক্লায়েন্টদের ঘুরে ফিরে আসার দরুন মাঝে মাঝেই কাজ করতে হয় বাধ্য হয়ে 😒
আপওয়ার্ক বললো শুধুমাত্র ১০% ই টপ রেটেড, সেখানে ২ বছর একটানা টপ রেটেড থাকা মনে হয় সত্যি সহজ না। কিন্তু বিশ্বাস করেন, আমি একবারও এই নিয়ে চিন্তাও করি নি। শুধু আমার বেস্ট টা দিয়ে কাজ করার চেষ্টা করেছি 🥰
মোটেও কঠিন না, শুধু টাকা বাদ দিয়ে কাজকে প্রয়রটি দিন, নিজের কাজের কোয়ালিটিকে জাজ করুন, নিজেকে আস্ক করেন আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটি বেস্ট কিনা, ক্লায়েন্ট এর প্রফিট কে নিজের প্রফিট মনে করুন! সবাই যেখানে টাকার জন্য কাজ করছে, আপনি সেখানে টাকার কথা ভুলেই যান 😄
ভাবছেন ইনকাম কম হবে? তাহলে দুই বছর ফ্রিল্যান্সিং এর মাথায় এসে মাসে প্রায় তিন হাজার ডলার আর্নিং এর গল্পটা আর একদিন বলবো 😉
ইনশাল্লাহ ❤️
Comments
Post a Comment