বেশি বোঝা আমাদের বাঙালিদের একটা স্বভাব!
বিষয়: ফ্রি-আইডি-কার্ড
অনেকে অনেক বয়ান দিচ্ছে কার্ড এর দরকার নাই পেপাল দেন! কিসের মধ্যে কি! আর ভাই আপনার কথা কেও তোদেও(বোঝেও) না!
ভাই আমরা যতই ইউএসএ ইউরোপে কাজ করি, থাকি কিন্তু বাংলাদেশ এ, বাংলাদেশ সাংবাদিক, সিভিল ড্রেস এর প্রশসাসন এর কর্মকর্তারা কিন্তু এখনো কার্ড দেখিয়ে চলে! আমাদের দেশ এ(ইভেন বাইরের দেশ এও) কার্ড হলো যে কোনো প্রফেশন এর একটি আইডেন্টিটি! মাস এ এক লক্ষ টাকা কমিয়ে নিজেকে এত বড়ো বা আলাদা মনে করার কিছু নেয়, এটিও আর পাঁচটি সাধারণ প্রফেশন এর মতো একটি প্রফেশন।
কেউ আপনাকে আস্ক করলে আপনি আপনার কার্ড শো করিয়ে বলতে পারবেন আপনি ফ্রীলান্সার অথবা আপনার এক্সপার্টিজ, ধরেন ডিজিটাল মার্কেটার। এটার মধ্যে একটা প্রফেশনালিজম ভাব আছে! আচ্ছা ভাব বাদ দিলাম, আপনি আজ পর্যন্ত আপনার পাসপোর্ট এ অথবা ছেলের স্কুল এ ভর্তির সময় পেশা ফ্রীলান্সার লেখতে পেরেছেন?
কি লেখছেন? ব্যাবসায়ী! ধুর মিয়া, আমি আপনি ক্যামনে ব্যাবসায়ী? আপনার ইনভেস্ট কত এই ব্যাবসায়?
পাসপোর্ট করতে, ব্যাঙ্ক একাউন্ট করতে, ছেলে মেয়ের স্কুল এর ভর্তির সময় ল্যাপটপ নিয়ে যাবেন আপওয়ার্ক প্রোফাইল দেখাইতে? না একটা কার্ড থাকলে ভালো হয়?
ভালো কে ভালো বলতে শিখুন,
নাহলে ভালো কিছু হবে না!
Comments
Post a Comment