Posts

https://www.amazon.com/dp/B07DLJH4Q1/ https://www.amazon.com/dp/B002YR4Y4K/ https://www.amazon.com/dp/B08CXRQ293/ https://www.amazon.com/dp/B07TCBVTKP/ https://www.amazon.com/dp/B07SGY8TJF/

হালাল ফ্রিল্যান্সিং

একজন মুসলিম অনলাইন প্রফেশনাল হিসেবে একটা জিনিস সবাইকে জানানো আমার দায়িক্ত মনে করে পোস্টটা লেখছি। আপনি যদি সাধারণ কোনো অনৈতিক বা ইসলামিক নিয়ম লঙ্ঘন না করে অনলাইন এ কাজ করেন, তবে ফ্রিল্যান্সিংকে ১০০% হালাল বলা চলে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাই। তবে আমার মনে হয় অনেকেই না জেনে একটি ভুল করে যাচ্ছি আমাদের ব্যাংক একাউন্ট এর মাধ্যমে। ব্যাপারটি আসলে সুদ, সুদ হারাম সেটা তো আমরা সবাই জানি, এবং এটি খুব জঘন্য একটি গুনাহ ইসলামের দৃষ্টিকোণ থেকে, তাও আমরা জানি। আমাদের ডলার আমরা পেপাল, পেওনার যে মাদ্ধমেই নিয়ে থাকিনা কেন, আল্টিমেটলি টাকা আমরা ব্যাংক এর মাধ্যমেই পেয়ে থাকি, এবং ব্যাংক আপনাকে বাই ডিফোল্ট সুদ দেয়, যা আপনি হয়তো জানেনই না! সুতুরাং আপনি যদি ম্যানুয়ালি এই ইন্টারেস্ট এর অপসন টা বন্ধ না করেন তবে আপনি নেচারালি আপনার একাউন্ট এর জমা থাকা টাকার সুদের অংশ পাচ্ছেন। সম্ভব হলে এটি বন্ধ করে দিন, আপনি হিসাব করলে বুঝতে পারবেন, ব্যাংক যে আপনাকে খুব বেশি ইন্টারেস্ট দিচ্ছে তা না। যা দিচ্ছে তাতে আপনার এমন কোনো আহামরি লাভ হচ্ছে না, মাঝে দিয়ে আপনি জঘন্য গুনাহার ভাগি হচ্ছেন। এবং প্রকৃতপক্ষে আপনার হারাম উপার...
Image
"সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করেনা - The Show Must Go On" দুই বছর পার হয়ে গেলেও, শুরুর প্রথমের দিক এ পাওয়া টপ রেটেড স্ট্যাটাস টি একবার এর জন্যও ড্রপ করেনি এই দুটি বছর এ! আলহামদুলিল্লাহ  😊 যদিও এখন মার্কেটপ্লেস এ টাইম দেওয়া হয় না তবুও দেখা যাই পুরুনো ক্লায়েন্টদের ঘুরে ফিরে আসার দরুন মাঝে মাঝেই কাজ করতে হয় বাধ্য হয়ে  😒 আপওয়ার্ক বললো শুধুমাত্র ১০% ই টপ রেটেড, সেখানে ২ বছর একটানা টপ রেটেড থাকা মনে হয় সত্যি সহজ না। কিন্তু বিশ্বাস করেন, আমি একবারও এই নিয়ে চিন্তাও করি নি। শুধু আমার বেস্ট টা দিয়ে কাজ করার চেষ্টা করেছি  🥰 মোটেও কঠিন না, শুধু টাকা বাদ দিয়ে কাজকে প্রয়রটি দিন, নিজের কাজের কোয়ালিটিকে জাজ করুন, নিজেকে আস্ক করেন আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটি বেস্ট কিনা, ক্লায়েন্ট এর প্রফিট কে নিজের প্রফিট মনে করুন! সবাই যেখানে টাকার জন্য কাজ করছে, আপনি সেখানে টাকার কথা ভুলেই যান  😄 ভাবছেন ইনকাম কম হবে? তাহলে দুই বছর ফ্রিল্যান্সিং এর মাথায় এসে মাসে প্রায় তিন হাজার ডলার আর্নিং এর গল্পটা আর একদিন বলবো  😉 ইনশাল্লাহ  ❤️
Image
# নতুনদের_জন্য কিছুদিন আগে একটা Post দিয়েছিলাম আমার Earning সম্পর্কিত! অনেকে ভুল বুঝেছেন! আমার Post এর মূল উদ্দেশ্য ছিল নতুনদের Inspire করা(আর  # ShowOff  করলে মিয়া আপনার Problem কি!  🤬 ) যাইহোক এ আর এমন নতুন কি  😒 😏 ! "ঠিক ওই মুহূর্ত্তে Post দেয়ার পিছনে কারণ ছিল Upwork এর নতুন Update" কথা হচ্ছে, অনেকে আমাকে Message করেছে, logical সবগুলো Message এরই উত্তর দেয়ার চেষ্টা করেছি এবং আমি নতুনদের Concern টা বুঝতে পেরেছি! নতুনদের অবস্থা আসলেই খারাপ! যেন কুয়ো তে থাকা ব্যাঙ! অনেক চেষ্টা করেও কুয়োর বাইরে দেখার বা যাওয়ার ক্ষমতা নাই! তাই আমার শুরুর সময় এর নিজের আবিষ্কার করা একটা Tips দেই আজ আপনাদেরকে! একটা জিনিস লক্ষ্য করছেন? আপনি যদি Student হন তবে আপনার বেশিরভাগ বন্ধুই হয়তো student? একজন ভিক্ষুক এর বন্ধুদের বেশিরভাগই হয়তো ভিক্ষাভিত্তি করে! আবার সালমান মুক্তাদিরের Just Friend কিন্তু জেসিয়া  🤔 তো যেটা বুঝতে চাচ্ছি, আপনাকে ভাই আপনার অবস্থা বুঝতে হবে! যদি এখনো না বুঝে থাকেন তবে Directly- "আপনাকে As a newbie, নতুন client খুঁজতে হবে!" As simple as...
Trust me, If You Know How To  # Search You Can Learn Anything For  # Free Happy Freelancing :) 
Image
1 year ago It was my dream to achieve $1000/monthly milestone! And Guess what? Now I'm aiming for $10,000/month  😍 আমার এই মাসের এর আজ ২০ মে(2019) পর্যন্ত একবার $872 Withdraw (৬ মে) আর এখন available balance $912! আরও একটা Payment($1000+) direct bank এ পাবো আগামী ৭ দিন এর মধ্যে। উল্লেখ্য, $872+$912 is excluded 10%-20% Upwork fees!!! মজার বিষয় কি জানেন? আমি একসময় এই গ্রুপ এই একটা পোস্ট এ "Bid" কে "Bit" লেখে প্রচুর হাহা রিয়াক্ট পেয়েছিলাম!  😂 🤣 😂  একজন কমেন্ট করছিলো "Joke of the Year"!!! The year was 2017! হুম ২০১৭ এর শেষ এর দিক এ!!!
Image
Guys pray for me for my new office and please suggest a good name!  😍 😍 😍 And everyone from Jashore take my invitation for a cup of tea at my office, I really love to meet freelancers from my city  ❤️ This is at Arif Supermarket, Palbari  ✌️