আপওয়ার্ক ক্লায়েন্ট এবং ফ্রীলান্সার দের জন্য প্রিমিয়াম সার্ভিস চালু করাতে অনেককে অনেক চিন্তিত দেখছি ইদানিং গ্রুপ এ!



অনেকেই বুঝতে পারছে না আপওয়ার্ক কি শুরু করলো! ভাবছে ক্লায়েন্ট কমে যাবে, কাজ পাওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি!!!
আপনাদেরকে ক্লিয়ার করি আপওয়ার্ক আসলে কি করতে চাচ্ছে!!!
তারা চাচ্ছে আপওয়ার্ক কে একটি মানসম্মত্ত ফ্রীল্যানসিং মার্কেটপ্লেস হিসেবে দার করাতে! যেখানে ফ্রীলান্সার রা পাবে ভালো ক্লায়েন্ট, আর ক্লায়েন্ট রা পাবে প্রো ফ্রীলান্সার!
আপনি যদি একজন স্কীলড ফ্রীলান্সার হন তাহলে আপনার কাছে মাসে $১০ বিড এর পিছনে ব্যায় করা কিংবা ২০% ফিস দেওয়া কোনো ব্যাপার মনে হবে না, একই ভাবে এই প্রিমিয়াম মেম্বারশিপ এর কারণে চীপ এবং ইরেগুলার ক্লায়েন্ট গুলি কমে যাবে আপওয়ার্ক থেকে!
অথাৎ আপনি যদি মাসে $৫০-৬০ আর্ন/স্পেন্ড করার পার্টি হন তাহলে আপনি ফ্রীলান্সার বা ক্লায়েন্ট যায় হন না কেন আপওয়ার্ক আপনার জন্য না বস 
কেউ হতাশ হবেন না, আপওয়ার্ক কখনোই চায় না তাদের ফ্রীলান্সার বা ক্লায়েন্ট দের জন্য মার্কেটপ্লেস কঠিন করে তুলতে, বরং তারা আপনাকে আরো বেশি সুবিধা দিতে চায়, নিজেকে আপওয়ার্ক আর যোগ্য করে তুলুন, না পারলে ফাইভার, ফ্রীলান্সার এর মতো সাইট গুলোতে কাজ করে নিজের স্কিল আরো বাড়িয়ে নিন। তারপর আপওয়ার্ক এ আসুন, আপওয়ার্ক একাউন্ট দিলো না বলে অথবা সাস্পেন্ড করলো বলে হাল ছেড়ে দেওয়ার কিছুই নাই।
নিজের প্রব্লেম টা বের করবার চেষ্টা করুন সবসময়, মার্কেটপ্লেস অনেক কিছু চিন্তা ভাবনা করে ডিসিশন নেয়, সেটা আপনার ফিভার এ না যাওয়া মানেই ভুল বা খারাপ না।

Comments

Popular posts from this blog

Upwork Support Online Chat

Shakil Ahamed Official Blog